ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
Sharenews24

সোহরাওয়ার্দী উদ্যানে আ.লীগের বিশাল সমাবেশ

২০২৫ এপ্রিল ২৫ ১১:১৬:৫৯
সোহরাওয়ার্দী উদ্যানে আ.লীগের বিশাল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। ‘মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন’ নামের একটি নতুন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা সমাবেশ করার চেষ্টা করছেন। ইসলামিক ফ্রন্ট, যেটি আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে পরিচিত, পেছন থেকে এই প্রচেষ্টাকে সমর্থন জানাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করতে চায় তারা।

এ বিষয়ে ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। তবে গতকাল রাত পর্যন্ত তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। গোয়েন্দারা মাঠ পর্যায়ে তদন্ত শুরু করেছে, তবে এখনও কোনো নিশ্চিত অনুমোদন নেই।

সমাবেশের প্রচারে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুক ব্যবহার করছেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন নিজেই একটি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, ‘‘নির্যাতিত ফিলিস্তিনের পাশে বাংলাদেশ’’ এবং ২৬ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দিয়েছেন। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীও তার ফেসবুক পেজে এ সমাবেশের প্রচার চালিয়েছেন।

এ ছাড়া, ছাত্রলীগের জাকিরের সঙ্গে গিয়াস উদ্দিন তাহেরীর পোস্টে লাইকও দিয়েছেন, যা সমাবেশের সঙ্গে তাদের সম্পর্কিত হওয়ার ইঙ্গিত দেয়।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন রূপে মাঠে নামার চেষ্টা করছেন, এর মধ্যে ঝটিকা মিছিলও ছিল। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনেককে গ্রেপ্তার করেছে। এই প্রেক্ষাপটে ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজনের পরিকল্পনা চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তাদের কাছে তথ্য রয়েছে যে, এই সমাবেশের মাধ্যমে নাশকতার ঘটনা ঘটানোর চেষ্টা হতে পারে। তাই পুলিশ সঠিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সমাবেশের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে।

মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন এর আয়োজকরা জানান, তারা ১৫ এপ্রিল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে একটি চিঠি দিয়েছেন, যাতে সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিন ইস্যুতে সমাবেশ আয়োজনের অনুমতি চাওয়া হয়েছে। তবে আয়োজকদের সঙ্গে পতিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছবি রয়েছে, এ বিষয়ে আব্দুল হাকিম মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, ডিএমপির এক অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, ইসলামী ফ্রন্টের নেতা-নেত্রীদের সঙ্গে গোয়েন্দা নজরদারি শুরু হয়ে গেছে। তাদের অতীত কর্মকাণ্ড নিয়ে সন্দেহ রয়েছে এবং এই সমাবেশের আয়োজকদের ওপর আরও নজর রাখা হচ্ছে।

পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ২ এপ্রিল থেকে মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইনের সমাবেশের প্রচারণা শুরু হয়েছে। গোপনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সোহরাওয়ার্দী উদ্যানে এ ধরনের কোনো সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

এদিকে, গোয়েন্দারা এ সমাবেশের সাথে যুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে এবং তাদের উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ২৬ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা যাতে না ঘটে, সে জন্য পুলিশ অতিরিক্ত সতর্কতা গ্রহণ করছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে