ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
Sharenews24

ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে আইনি নোটিশ

২০২৫ এপ্রিল ২৪ ১৯:২৮:৫৬
ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন ‘জনতার বাংলাদেশ পার্টি’র চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান। ইলিয়াস কাঞ্চন নতুন একটি রাজনৈতিক দল ‘জনতার পার্টি বাংলাদেশ’ গঠনের ঘোষণা দেওয়ায় এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে শফিকুল ইসলাম জানান, গত ১৩ মার্চ তিনি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘জনতার বাংলাদেশ পার্টি’র আত্মপ্রকাশ ঘটান। এরপর ২০ এপ্রিল নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। এরই মধ্যে জানা গেছে, ইলিয়াস কাঞ্চন একই ধরনের নামে—‘জনতার পার্টি বাংলাদেশ’—নিয়ে ২৫ এপ্রিল নতুন দল ঘোষণা করতে যাচ্ছেন।

নোটিশে বলা হয়, দুই দলের নাম প্রায় এক হওয়ায় দেশের বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এতে দলীয় কার্যক্রমে বিঘ্ন ঘটার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

শফিকুল আরও উল্লেখ করেন, ইতোমধ্যে 'জনতা' শব্দ ব্যবহার করে একাধিক দল আত্মপ্রকাশ করেছে, যেমন—জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, আমজনতা পার্টি, মাইনরিটি জনতা পার্টি, স্বাধীন জনতা পার্টি, ছাত্রজনতা পার্টি ইত্যাদি। এসব কাছাকাছি নামের কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে।

নোটিশে ইলিয়াস কাঞ্চনকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে দল গঠন না করার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে বিকল্প কোনো স্বতন্ত্র নামে রাজনৈতিক দল গঠনের অনুরোধ জানানো হয়। অন্যথায়, জনতার বাংলাদেশ পার্টি আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে