ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

এনএসআইয়ের সাবেক মহাপরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধ

২০২৫ এপ্রিল ২১ ১৬:৫৫:৩১
এনএসআইয়ের সাবেক মহাপরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই)-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) টিএম জোবায়েরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তার ট্রাস্ট ব্যাংকে থাকা পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব সোমবার (২১ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে মোট ২৬ লাখ ৫ হাজার ৮০১ টাকা জমা রয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এই প্রেক্ষিতে আদালতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন দুদকের উপ-পরিচালক মনজুর। তিনি তার আবেদনে উল্লেখ করেন, টিএম জোবায়েরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে যে তিনি বড় অঙ্কের ঘুষ গ্রহণ করে বিভিন্ন পদে চাকরি দিয়েছেন। শুধু তাই নয়, তিনি তার পদ-পদবি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন।

দুদকের অনুসন্ধানে আরও উঠে এসেছে, টিএম জোবায়ের এবং তার স্ত্রী ফাহমিনা মাসুদ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এমনকি তারা লন্ডনে ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ড দিয়ে একটি বাড়ি কেনার অভিযোগের মুখেও রয়েছেন। এছাড়া তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও রয়েছে, যা বর্তমানে দুদকের অনুসন্ধানাধীন।

দুদকের মতে, এই ব্যাংক হিসাবগুলোর মাধ্যমে টিএম জোবায়ের ও তার স্ত্রী তাদের অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করতে পারেন। তাই ওই হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি হয়ে দাঁড়ায়। আদালত তা বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ নেন।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৬ অক্টোবর টিএম জোবায়ের এবং তার স্ত্রী ফাহমিনা মাসুদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন একই আদালত। অভিযোগ ওঠার পর থেকেই দুদক তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে এবং বিভিন্ন প্রাথমিক তথ্য-প্রমাণ সংগ্রহ করে এ পর্যন্ত এসেছে।

এই ঘটনায় ব্যাপক আলোচনা চলছে প্রশাসনিক ও গোয়েন্দা মহলে। এক সময়ের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ ও আইনি পদক্ষেপ দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, দুদকের তদন্ত কোন দিকে গড়ায় এবং পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে আরও কী পদক্ষেপ গ্রহণ করা হয়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে