ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

সাবেক মন্ত্রীর পালক পুত্রের সম্পদই ৩৪ কোটি টাকার

২০২৫ এপ্রিল ২১ ১১:০০:২৬
সাবেক মন্ত্রীর পালক পুত্রের সম্পদই ৩৪ কোটি টাকার

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের পালক পুত্র মইনুল হোসেন বিপ্লব এবং তার স্ত্রী ইসরাত জাহান বিন্তির বিরুদ্ধে প্রায় ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে। অনুসন্ধানে প্রমাণ মিলেছে বিপ্লব এবং তার স্ত্রীর নামে ১২ কোটি টাকার কোনো বৈধ উৎস নেই। এর প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

বিপ্লব যিনি ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, দীর্ঘদিন ধরে সরকারি দপ্তরের ঠিকাদারি, উন্নয়ন প্রকল্প, চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল অর্থবিত্ত অর্জন করেছেন। তার আয়কর নথিতে যে আয় দেখানো হয়েছিল সেটি সম্পূর্ণ ভুয়া প্রমাণিত হয়েছে। এমনকি রেমিট্যান্স, ভুয়া ব্যবসাপ্রতিষ্ঠান, গাড়ি বিক্রি এবং মাছ চাষ খাতে দেখানো আয়ের কোনো সত্যতা পাওয়া যায়নি।

এছাড়া দুদকের অনুসন্ধানে বিপ্লব এবং তার স্ত্রীর নামে জমি, বাড়ি, ফ্ল্যাট, ব্যাংক অ্যাকাউন্টে স্থায়ী আমানতসহ ৩৩ কোটি ৭০ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। তবে তাদের আয় ও ব্যয়ের মধ্যে বৈষম্য লক্ষ্য করা গেছে যার ফলে ১১ কোটি ৭৫ লাখ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্লেষকরা জানিয়েছেন, বিপ্লবের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ আওয়ামী লীগ আমলে ভোলায় চলা অনিয়ম ও দুর্নীতির একটি উজ্জ্বল উদাহরণ। তার অতিরিক্ত সম্পদের বিষয়টি আরো গভীরভাবে তদন্ত করা উচিত, কারণ এখনও অনেক অজানা সম্পদের তথ্য বেরিয়ে আসেনি।

এদিকে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দাখিলের পর থেকে তাদের পক্ষে কোনো বক্তব্য পাওয়া যায়নি কারণ তাদের মোবাইল ফোন একাধিকবার কল করার পরও সাড়া পাওয়া যায়নি।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে