ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

দল নিবন্ধনে সময় বাড়াল নির্বাচন কমিশন

২০২৫ এপ্রিল ২০ ১৯:১৩:০৪
দল নিবন্ধনে সময় বাড়াল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র একটি বৈঠকের পর জানানো হয়। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এর আগে ২০ এপ্রিল ছিল নিবন্ধনের আবেদনের শেষ দিন।

নিবন্ধনের জন্য ইতোমধ্যে ৬৫টি রাজনৈতিক দল আবেদন করেছে যা ইসির ইতিহাসে একটি উল্লেখযোগ্য সংখ্যা। তবে তার মধ্যে ৪৬টি দল, যার মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টিও, সময়সীমা বাড়ানোর আবেদন করেছে। এসব দলের দাবি, দেশের নির্বাচন ব্যবস্থার নানা অনিশ্চয়তা ও রাজনৈতিক সংস্কারের অভাবের কারণে প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন।

রোববার (২০ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে আরও ছিলেন: অনিক রায় (যুগ্ম আহ্বায়ক), খালেদ সাইফুল্লাহ (যুগ্ম আহ্বায়ক), মুজাহিদুল ইসলাম শাহিন (যুগ্ম আহ্বায়ক), তাজনূভা জাবীন (যুগ্ম আহ্বায়ক)

বৈঠকে এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশমালা প্রদান করা হলেও এখনো পর্যন্ত সেই সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। তারা বলেন, মৌলিক রাজনৈতিক ও আইনি সংস্কার ছাড়াই ১০ মার্চ হঠাৎ করে দল নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে সমালোচনার জন্ম দিয়েছে।

এনসিপি দাবি করে নিবন্ধনের পূর্বে সংবিধান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এবং রাজনৈতিক দল নিবন্ধন আইন যুগোপযোগী করা জরুরি। তারা নিবন্ধনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর দাবি জানিয়ে একটি আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে।

ডিসেম্বর ২০২৫ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যেই নির্বাচন কমিশন গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে দল নিবন্ধনের আবেদনের আহ্বান জানায়। ২০ এপ্রিল ছিল সেই সময়সীমার শেষ দিন, যা এখন ২২ জুন পর্যন্ত বাড়ানো হলো।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে