ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

ফের শেয়ারবাজারে আতঙ্ক, উদ্বেগে দিশেহারা বিনিয়োগকারীরা

২০২৫ এপ্রিল ২০ ১৫:২৬:২২
ফের শেয়ারবাজারে আতঙ্ক, উদ্বেগে দিশেহারা বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে আবারও নেমে এসেছে অস্থিরতা ও আতঙ্কের ছায়া। টানা দরপতন ও বিনিয়োগ নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। বাজারে সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও আস্থার অভাবে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

বিনিয়োগকারীদের অভিযোগ, কিছু ব্রোকারেজ হাউজ ও তালিকাভুক্ত কোম্পানির জালিয়াতি ও স্বেচ্ছাচারিতা বেড়ে যাওয়ায় বাজারে আস্থার সংকট আরও গভীর হয়েছে। মশিউর সিকিউরিটিজের ১৬১ কোটি টাকার আত্মসাতের ঘটনা সর্বশেষ ধাক্কা হিসেবে কাজ করেছে। এর আগে ক্রেস্ট ও বানকো সিকিউরিটিজ কেলেঙ্কারির এখনও পূর্ণাঙ্গ সমাধান পায়নি।

এমন পরিস্থিতিতে বাজারে সুশাসন প্রতিষ্ঠা, আইনের কঠোর প্রয়োগ এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় দৃশ্যমান পদক্ষেপের দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও শক্ত মনিটরিং ব্যবস্থার বিকল্প নেই। তা না হলে, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে, যার পরিণতিতে আরও গভীর সংকটে পড়তে পারে দেশের শেয়ারবাজার।

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও বড় পতনের ঘরে রয়েছে শেয়ারবাজার। আজ নিয়ে টানা ৫ কর্মদিবস পতনের ধারায় বাজার। সর্বশেষ ৫ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৩১ পয়েন্ট এবং ডিএসইর বাজার মূলধন কমেছে ২ হাজার ৪৯৩ কোটি টাকা। আজ ডিএসইর সূচক কমেছে প্রায় ২৩ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ১ হাজার ৩৮৬ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

আজ (রোববার) ডিএসইর প্রধান সূচক ২২.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৪.৩০ পয়েন্ট কমে ১ হাজার ১৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৮৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ২৫১ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ২৯ লাখ টাকা।

এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০১টির, কমেছে ২৪৩টির এবং পরিবর্তন হয়নি ৫২টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

সিএসইতে আজ ৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৮৩ লাখ টাকার টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৭ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৬৩.৬৩ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে