ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
Sharenews24

আজ থেকে ওমরাহ পালনে নিষেধাজ্ঞা

২০২৫ এপ্রিল ১৩ ১৭:১৪:৪৯
আজ থেকে ওমরাহ পালনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব সরকার আজ রোববার (১৩ এপ্রিল) থেকে বিদেশি মুসলিমদের জন্য ওমরাহ পালনে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। হজ মৌসুম ঘনিয়ে আসায় প্রতিবছরের মতো এবারও এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। নিষেধাজ্ঞা বলবৎ থাকবে হজ সম্পন্ন না হওয়া পর্যন্ত। গালফ নিউজ সূত্রে জানা গেছে এই সিদ্ধান্তের ফলে চলতি বছরের জন্য ওমরাহ পালনের সুযোগ আজ থেকেই কার্যত শেষ হয়ে যাচ্ছে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় এর আগেই জানিয়ে দিয়েছিল ১৩ এপ্রিল বা ১৫ শাওয়াল হবে এবারের জন্য ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের শেষ দিন। আজকের মধ্যে যারা সৌদি আরব পৌঁছাতে সক্ষম হবেন, শুধু তারাই ওমরাহ সম্পন্ন করতে পারবেন। নতুন করে কোনো ভিসা ইস্যু হবে না এবং কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

প্রতিবছর হজের প্রস্তুতির অংশ হিসেবে নির্দিষ্ট সময় থেকে ওমরাহ কার্যক্রম বন্ধ রাখে সৌদি কর্তৃপক্ষ। কারণ হজ বিশ্বের অন্যতম বড় ধর্মীয় সমাবেশ। লাখ লাখ হাজির আগমন ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে ওমরাহ সাময়িকভাবে স্থগিত করা হয়। চলতি বছর ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ মৌসুম (১ জিলকদ)। সেই অনুযায়ী ওমরাহ যাত্রীদের দেশত্যাগের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল পর্যন্ত।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে জানিয়েছে যেসব এজেন্সি ওমরাহ যাত্রীদের নির্ধারিত সময়সীমার মধ্যে ফেরত পাঠাতে ব্যর্থ হবে তাদের ন্যূনতম এক লাখ সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। পরিস্থিতি ভেদে এই জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে এবং প্রয়োজনে নেওয়া হতে পারে আইনগত ব্যবস্থা।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় সতর্ক করেছে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে সৌদিতে অবস্থানকারী ব্যক্তি আইন লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হবেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তার, জরিমানা বা ভবিষ্যতে সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা নেওয়া হবে।

ওমরাহ পরিচালনাকারী এজেন্সিগুলোর ওপর এবার বাড়তি নজরদারি চালাবে সৌদি সরকার। কোনো ভিসাধারী যাত্রী নির্ধারিত সময় পেরিয়ে সৌদিতে অবস্থান করলে এবং সে সংক্রান্ত তথ্য যথাসময়ে না জানালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ আইনি জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।

বর্তমানে সৌদিতে অবস্থানরত ওমরাহ পালনকারীদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এই সময়সীমা লঙ্ঘন করলে শুধু ব্যক্তি নয় সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিও জবাবদিহিতার আওতায় আসবে।

এছাড়া যারা এখনো ওমরাহ পালনের পরিকল্পনা করছেন তাদের জন্য স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত নতুন করে ওমরাহ ভিসা ইস্যু করা হবে না এবং কেউ সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে