ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নিয়ে যা জানালো সাদিক কায়েম

২০২৫ এপ্রিল ১৬ ১২:৪৫:১৪
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নিয়ে যা জানালো সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে প্রাণঘাতী দুর্ঘটনার শিকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত সময়ের মধ্যেই ছয় লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক (সাদিক কায়েম) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, আজ তিনি মাননীয় উপদেষ্টার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেহাল অবস্থার বিষয়ে তাঁকে অবহিত করেন।

বৈঠকে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যেখানে উল্লেখ করা হয়—এই মহাসড়কে বছরের পর বছর ধরে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনায় শত শত তাজা প্রাণ ঝরে যাচ্ছে। এর মূল কারণ হলো, সড়কটি সরু, সংস্কারহীন এবং ত্রুটিপূর্ণ নকশায় নির্মিত, যা ক্রমবর্ধমান যানবাহনের চাপ সামাল দিতে পারছে না।

স্মারকলিপিতে আরও দাবি করা হয়, সড়কটির নকশাগত ত্রুটি দূর করে দ্রুত ছয় লেনে উন্নীত করতে হবে।

প্রস্তাবনার আলোকে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার এবং ছয় লেনে উন্নীত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানানো হয়।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে