ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
Sharenews24

বিএনপির ৩৩ নেতাকর্মী ছাড়ার কারণ জানালেন পুলিশ

২০২৫ এপ্রিল ১৬ ১২:৫৯:১২
বিএনপির ৩৩ নেতাকর্মী ছাড়ার কারণ জানালেন পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ফেনীর দাগনভূঞায় বাজার ইজারা নিয়ে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় যৌথবাহিনীর অভিযানে আটক ৩৩ নেতাকর্মী মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। গতকাল দুপুর থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে চার মাস ধরে বিএনপির দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি বাজার ইজারা নিয়ে পক্ষদ্বয়ের মধ্যে তর্ক-বিতর্ক এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হন।

এ ঘটনার পর যৌথবাহিনী ৩৪ জনকে আটক করে, তবে তাদের মধ্যে ৩৩ জনকে নেতিবাচক তথ্য না পাওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা তছলিম উদ্দিন জানিয়ে বলেন, "এ ঘটনার পর ৩৪ জনকে আটক করা হয়েছিল, তাদের মধ্যে ৩৩ জনের বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য না পাওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলছে।"

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে