ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পলাতক মন্ত্রীর কোটি টাকার সম্পত্তি, নেই ক্রেতা

২০২৫ এপ্রিল ১৬ ১৭:১৭:২৫
পলাতক মন্ত্রীর কোটি টাকার সম্পত্তি, নেই ক্রেতা

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত হওয়ার পর আত্মগোপনে থাকা সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বর্তমানে গোপনে সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন। তবে তিনি কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছেন না। গুলশান-২ এলাকার এক বিঘার একটি প্লট, যার বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা, গত দুই মাস ধরে বিক্রির চেষ্টা চললেও এখনো বিক্রি হয়নি। এছাড়া রাজধানীর মাদানী এভিনিউতে তার পাঁচ বিঘার আরেকটি জমিও বিক্রির জন্য তৎপরতা চলছে।

নসরুল হামিদের কোম্পানি হামিদ রিয়েল এস্টেট বর্তমানে এই সম্পত্তিগুলো ছোট ছোট প্লটে ভাগ করে বিক্রির উদ্যোগ নিচ্ছে। এর আগে তিনি গুলশান, বনানী ও নিকেতনের একাধিক ছোট প্লট ও বাড়ি বিক্রি করে দিয়েছেন বলে জানা গেছে। এসব সম্পত্তি বিক্রির টাকার একটি বড় অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সূত্র জানায় তার এই সম্পদ বিক্রি ও পাচারের পেছনে মূল উদ্দেশ্য হলো বিদেশে অবস্থান স্থায়ী করা। বর্তমানে তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৩১৮১ কোটি টাকা অস্বাভাবিক লেনদেন এবং অবৈধ সম্পদের অভিযোগে নসরুল হামিদ, তার স্ত্রী ও ছেলের নামে মামলা করেছে। যৌথ বাহিনী তার প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়ে নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা এবং অস্ত্রসহ মূল্যবান সামগ্রী জব্দ করেছে।

বিশ্লেষকরা বলছেন গত এক যুগে বিদ্যুৎ খাতের হাজার কোটি টাকার ঘুষ ও অনিয়মের অন্যতম কুশীলব ছিলেন নসরুল হামিদ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খুঁজতে বিভিন্ন সংস্থার তদন্ত এখনও চলমান। তবে বর্তমানে তার অধিকাংশ সম্পত্তি বিক্রি করার চেষ্টা এবং দেশের বাইরে অর্থ পাচারের ঘটনায় নতুন করে বিতর্ক ও তদন্তের দাবি উঠেছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে