ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টার সিদ্ধান্তে যা বললেন সারজিস

২০২৫ এপ্রিল ১৬ ১১:১৫:৩৮
প্রধান উপদেষ্টার সিদ্ধান্তে যা বললেন সারজিস

নিজস্ব প্রতিবেদক: তিনটি ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’-এর মধ্যে একটি রংপুর বিভাগে স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেখানে সারজিস আলম লেখেন, “৩টি চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের মধ্যে ১টি রংপুর বিভাগে করার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি রংপুর বিভাগের গণমানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বছরের পর বছর ধরে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে কিভাবে দুর্বিষহ জীবন পার করেছে, সে অভিজ্ঞতার কথাও তিনি উপদেষ্টার সামনে তুলে ধরেছেন। পাশাপাশি এই বিভাগে জেলা অনুযায়ী স্বাস্থ্যসেবার দুর্বল অবস্থা এবং একটি মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতালের জরুরি প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেছেন।

সারজিস আলম বিশ্বাস করেন রংপুর বিভাগকে যদি স্বাস্থ্যসেবার একটি আধুনিক হাব হিসেবে গড়ে তোলা যায়, তবে এটি শুধুমাত্র বাংলাদেশের নয়, বরং পার্শ্ববর্তী কয়েকটি দেশের মানুষের জন্যও একটি নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র হয়ে উঠতে পারে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে