ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

সাজ্জাদকে নিয়ে পুলিশের মাইকিং যা বললো স্ত্রী তামান্না

২০২৫ এপ্রিল ০৯ ১১:২৩:৪৬
সাজ্জাদকে নিয়ে পুলিশের মাইকিং যা বললো স্ত্রী তামান্না

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে নিয়ে সম্প্রতি পুলিশ মাইকিং করার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী তামান্না শারমিন। পুলিশ যে ভাবে সাজ্জাদকে রশি দিয়ে বেঁধে রাস্তায় ঘোরাচ্ছিল এবং মাইকিং করে 'সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির বিরুদ্ধে' হুঁশিয়ারি দিচ্ছিল, তাতে তিনি আহত এবং অপমানিত হয়েছেন বলে জানিয়েছেন।

৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার রাতে তামান্না তার ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তায় বলেন, “আপনারা আমাকে চেনেন। আমি সাজ্জাদের বৌ তামান্না। কোথাও কি কোনো নজির আছে একজন রিমান্ডের আসামিকে এভাবে গরুর মতো রশি বেঁধে এলাকায় এলাকায় নিয়ে ঘোরানোর?” তিনি প্রশ্ন তোলেন, "এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়?"

ভিডিওর মাধ্যমে তিনি আরও বলেন, “আমার হাজবেন্ডকে এলাকার এলাকায় নিয়ে গিয়ে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করতে হচ্ছে, কেন? তাকে এভাবে অপমানিত করার উদ্দেশ্য কী? আমার হাজবেন্ড যদি অপরাধী হয়, তার বিচার আদালত করবে, তবে এমন অপমান কেন?”

অন্যদিকে, পুলিশের দাবি, সাজ্জাদকে রিমান্ডে নিয়ে অভিযানের সময় এলাকাবাসী ভিড় করলে তাদের সরাতে মাইকিং করা হয়েছিল। তবে তামান্নার অভিযোগ, পুলিশ সাজ্জাদকে অপমানিত করে মাইকিং করেছে, যা তার ব্যক্তিগত এবং পারিবারিক মর্যাদার জন্য অত্যন্ত অপমানজনক।

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এবং রাউজান এলাকায় পুলিশ সাজ্জাদকে নিয়ে মাইকিং করেছে, যেখানে পুলিশ বলেন, “সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স ঘোষণা করেছে। যদি আপনার এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজ দেখতে পান, তাহলে তাদের ঘেরাও করে পুলিশকে খবর দিন।”

এ ঘটনাটি পুলিশ ও জনসাধারণের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে, এবং সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে।

গত ১৫ মার্চ, ঢাকার বসুন্ধরা শপিং মলে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে।

তামান্নার এই ক্ষোভের কারণে বিষয়টি আরও গরম হয়ে উঠেছে, এবং পুলিশের আচরণ নিয়ে আরও প্রশ্ন উঠছে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে