ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

‘মার্চ ফর গাজা’ এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ

২০২৫ এপ্রিল ০৯ ১১:১৯:১৯
‘মার্চ ফর গাজা’ এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ইসরায়েলি বাহিনীর জাতিগত নিধন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে 'মার্চ ফর গাজা' আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। এই মার্চটি আগামী ১২ এপ্রিল (শনিবার) ঢাকা শহরের শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের সঙ্গে সংঘর্ষ এড়াতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ফয়েজ আহমদ তৈয়্যব অনুরোধ করেছেন এই প্রতিবাদ কর্মসূচি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য।

ফয়েজ আহমদ তৈয়্যব তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ১২ এপ্রিল শনিবার, ঢাকা শহরে প্রায় ৫০টি দেশের ৬০০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারী উপস্থিত থাকবেন। তাদের বাংলাদেশ সফরের উদ্দেশ্য বিভিন্ন কোম্পানি, ইপিজেড (Special Economic Zones), হাইটেক পার্ক এবং স্টার্টআপ ভিজিট করা। এই অবস্থায়, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বের কথা মাথায় রেখে, তিনি অনুরোধ করেছেন যে মার্চ ফর গাজা কর্মসূচি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক, যাতে বিনিয়োগকারীদের ভ্রমণ এবং প্রতিবাদ কর্মসূচির মধ্যে কোনও ধরনের সংঘর্ষ বা অস্বস্তি না হয়।

তবে, ফয়েজ আহমদ তৈয়্যব এই বিষয়টিও উল্লেখ করেছেন যে ফিলিস্তিন নিয়ে বাংলাদেশের মানুষের গভীর অনুভূতি রয়েছে এবং সেখানে কোনওভাবেই ফিলিস্তিনের বিষয়ে প্রতিবাদ কমে যাবে না। তিনি উল্লেখ করেছেন, “ফিলিস্তিন আমাদের অন্তরে অত্যন্ত সংবেদনশীল জায়গা দখল করে আছে, আর আমরা এই প্রতিবাদ সমাবেশের মহৎ উদ্দেশ্যকে সম্মান করি।”

এছাড়া তিনি আরও বলেন, "আমরা বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি এবং দেশের অর্থনৈতিক পরিবেশের গুরুত্ব বুঝি, তবে এই প্রতিবাদ অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন এবং ফিলিস্তিন মুক্তি—এই দুটি বিষয়ই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।"

ফয়েজ আহমদ তৈয়্যব এই অনুরোধ করেছেন যে মার্চ ফর গাজা যদি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া যায়, তবে এতে প্রতিবাদের উদ্দেশ্য ব্যাহত হবে না এবং একই সময় বাংলাদেশের অর্থনীতিও সুফল পাবে।

এমন সময়ে, যখন আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন চলছে, তখন দেশের অর্থনীতির স্বার্থে এমন একটি সঠিক সময় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে