ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
Sharenews24

বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস, প্রতিক্রিয়ায় যা জানালেন ট্রাম্প

২০২৫ এপ্রিল ০৮ ০৬:১৫:০৪
বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস, প্রতিক্রিয়ায় যা জানালেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্বের সব দেশের জন্য নতুন শুল্কনীতি ঘোষণা করেছেন, যার প্রভাবে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধস দেখা দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের বাজারও বড় ধরনের পতনের শিকার হয়েছে।

ট্রাম্পের ঘোষণার পর, প্রতিক্রিয়ায় বিভিন্ন দেশও পাল্টা শুল্ক আরোপ করছে। এর জবাবে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি কোনো দেশ যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক প্রত্যাহার চায়, তবে তাদের মোটা অঙ্কের অর্থ পরিশোধ করতে হবে। সংবাদমাধ্যমে উদ্ধৃত হয়ে তিনি শুল্ককে ‘ওষুধ’ হিসেবে অভিহিত করেছেন।

এই শুল্কনীতি ঘিরে বিশ্বজুড়ে আর্থিক বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। বিনিয়োগকারীদের আশঙ্কা, এতে পণ্যের দাম বাড়বে, চাহিদা কমবে এবং বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আশঙ্কা বাড়বে।

তবে ট্রাম্প জানিয়েছেন, ইউরোপ ও এশিয়ার নেতারা শুল্ক হ্রাসের বিষয়ে আলোচনায় আগ্রহ দেখালেও আগে যুক্তরাষ্ট্রকে আগের বছরের পাওনা অর্থ পরিশোধ করতে হবে।

বিশ্লেষকরা বলছেন, এই কৌশল ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি নীতির অংশ, নাকি এটি কেবল আলোচনার চাপ তৈরির কৌশল—তা এখনো স্পষ্ট নয়।

এদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইতোমধ্যে ৫০টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে। তবে জাপানের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, এ ধরনের আলোচনার ফল রাতারাতি আশা করা উচিত নয়।

আলীম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে