ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
Sharenews24

খালেদ মুহিউদ্দিনের মিথ্যা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন

২০২৫ মার্চ ২৩ ২০:৫০:০৭
খালেদ মুহিউদ্দিনের মিথ্যা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফেসবুক পেজ থেকে খালেদ মুহিউদ্দিনকে উদ্ধৃত করে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে, "হাসনাত আব্দুল্লাহ যে সাহস দেখালো, যে প্রলোভন অগ্রাহ্য করল সেটা বাংলাদেশের ইতিহাসে বিরল। তার পাশে ছাত্র-জনতাকে দাঁড়াতে হবে।" এই পোস্টের সূত্র ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে, এই পোস্টটি খালেদ মুহিউদ্দিনের আসল বক্তব্য নয়, বরং একটি ফেক ফেসবুক পেজ থেকে প্রচারিত হয়েছে।

ফেসবুকে "সাংবাদিক খালেদ মুহিউদ্দিন" নামের একটি আইডি থেকে এই পোস্টটি দেওয়া হয়েছে, যা খালেদ মুহিউদ্দিনের আসল আইডি বা পেজের সঙ্গে কোনো সম্পর্কিত নয়। তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্টে খালেদ মুহিউদ্দিন স্পষ্টভাবে উল্লেখ করেছেন, “সাংবাদিক খালেদ মুহিউদ্দিন পেইজটি আমার নয়, এর কোনো মতামতও আমার নয়।"

ফ্যান পেজটির ট্রান্সপারেন্সিতে দেখা যায়, এটি ২০২৪ সালের ১৩ জানুয়ারি সৌদি আরব থেকে তৈরি করা হয়েছে, এবং পেজটির বায়োতে উল্লেখ আছে, এটি "খালেদ মুহিউদ্দিন ফ্যান পেজ" এবং "এর কোনো মন্তব্য খালেদ মুহিউদ্দিন স্যারের নিজস্ব নয়।"

এছাড়া, ২১ মার্চ "সাংবাদিক খালেদ মুহিউদ্দিন" নামে একটি আইডি থেকে লাল ব্যাকগ্রাউন্ডের একটি পোস্ট প্রকাশিত হয়, যা দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই পোস্টটি দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও জায়গা পায়। তবে, এই স্ট্যাটাসটির সূত্র হিসেবে দেখা যাচ্ছে যে, এটি খালেদ মুহিউদ্দিনের নিজস্ব বক্তব্য নয়।

ফেসবুক পোস্টের এই মিথ্যা তথ্যের প্রেক্ষিতে খালেদ মুহিউদ্দিন নিজেই দাবি করেছেন, "এই পেজের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এবং এর কোনো বক্তব্যও আমার নয়।" তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তার আসল আইডি ও পেজের লিংক শেয়ার করে মিথ্যা পোস্টের বিষয়ে সবাইকে সতর্ক করেছেন।

তবে, খালেদ মুহিউদ্দিনের বক্তব্য এবং ফ্যান পেজ থেকে ছড়িয়ে পড়া এই মিথ্যা খবরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমের প্রচারে সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে