ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

‘শেখ হাসিনা যাওয়ার পর রাসেলস ভাইপারও চলে গেছে’

২০২৫ মার্চ ১৯ ২০:১৫:৪৪
‘শেখ হাসিনা যাওয়ার পর রাসেলস ভাইপারও চলে গেছে’

নিজস্ব প্রতিবেদক : এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে দেশের বাণিজ্যিক খাতের উন্নয়ন ও দুর্নীতি মোকাবিলার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, ৩৩ বছরের ব্যবসায়িক জীবনে দ্বিতীয়বার এফবিসিসিআইতে আসার পর তিনি নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।

শেখ বশির উদ্দিন বলেন, “আমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে এবং অর্থনীতির বৈচিত্র্য আনতে হবে। এর জন্য আমাদের নীতিমালা সঠিকভাবে বুঝতে হবে।” তিনি আরও বলেন, বর্তমান সময়ের বিভক্ত পরিস্থিতি দেশের স্বার্থে দীর্ঘমেয়াদে উপকারী হবে না।

তিনি উল্লেখ করেন, "যখন আমি এসব কথা শুনি, তখন মনে পড়ে রাসেল ভাইপার সাপের কথা, যে হঠাৎ নিখোঁজ হয়ে যায়।" তার মতে, যদি এমন চিন্তা-ভাবনা চলতে থাকে, তবে দুর্নীতি কমানোর প্রক্রিয়া সফল হবে।

শেখ বশির উদ্দিন আরও বলেন, “আমাদের দেশে ২৮ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, তবে এখন পরিস্থিতি বদলেছে এবং সেই পরিমাণ টাকা আর চুরি হচ্ছে না।” তিনি জানান, দুর্নীতি নির্মূল করা কঠিন, তবে অসম্ভব নয়। দুর্নীতি কঠিন করে তুললে এটি ধীরে ধীরে কমে যাবে।

এসময় তিনি এফবিসিসিআইসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার গুরুত্বেও জোর দেন, যা দেশের ব্যবসায়িক পরিবেশে সুশাসন ও স্বচ্ছতা আনতে সহায়তা করবে।

আরিফ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে