ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫
Sharenews24

‘শেয়ারবাজারে যত সুবিধাই দেওয়া হয়, বেনিফিট পাওয়া যায় না’

২০২৫ মার্চ ১৭ ২২:২১:১৪
‘শেয়ারবাজারে যত সুবিধাই দেওয়া হয়, বেনিফিট পাওয়া যায় না’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, শেয়ারবাজারে আজ পর্যন্ত যত সুবিধাই দেওয়া হয়েছে, মার্কেটে তার বেনিফিট পাওয়া যায়নি। বরং গত ১৫ থেকে ২০ বছর ধরে যারা শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন তারা ৭ থেকে ১৫ শতাংশ পুঁজি হারিয়েছেন।

সোমবার (১৭ মার্চ) আগারগাঁওয়ে এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এমন মন্তব্য করেন।

বাজেট প্রস্তাবনায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সম্পূর্ণভাবে মূলধনী মুনাফার উপর কর অব্যাহতির প্রস্তাব করেছে এবং উৎস থেকে করের হার হ্রাস ও ডিভিডেন্ড করের ওপর দ্বৈত কর প্রথার প্রত্যাহারের দাবি উত্থাপন করা হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, সারাজীবন কেন ট্যাক্স হলিডে লাগবে? কর অব্যাহতির সংস্কৃতিতে আর থাকতে চাই না। অব্যাহতি দিতে দিতে নিন্ম কর জিডিপি অনুপাত থেকে বের হতে পারছি না। আমাদের বদনাম হয়ে গেছে যে, রাজস্ব যা আদায় করি, তার সমপরিমাণ অব্যাহতি দেই।

প্রাক বাজেট আলোচনায় ডিএসই, সিএসই, ডিবিএ, বিমা অ্যাসোসিয়েন প্রত্যেকে শেয়ারবাজারের নানা বিষয়ে নিজ নিজ সংগঠন থেকে প্রস্তাব উত্থাপন করেছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে