ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫
Sharenews24

তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর পেছনের উদ্দেশ্য

২০২৫ মার্চ ১৭ ১৯:৩৬:২৫
তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর পেছনের উদ্দেশ্য

নিজস্ব প্রতিবেদক : কলকাতা থেকে এক সময় বিতাড়িত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে পুনরায় কলকাতায় ফিরিয়ে আনার দাবি জানালেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।

আজ সোমবার রাজ্যসভায় দাঁড়িয়ে শমীক ভট্টাচার্য বলেন, "তসলিমা নাসরিনের কলকাতায় ফিরে আসা হোক, বাংলার নারী আন্দোলনের নতুন সূর্যোদয় হোক।" তিনি আরও বলেন, "তসলিমা নাসরিনের কাছে কলকাতা তার প্রাণের শহর। তিনি কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান, বাংলায় কথা বলতে চান।"

বিজেপি সাংসদ এও দাবি করেন, "পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের শ্যামা-মায়ের বর্ণনা, নারী আন্দোলনের পটভূমি। আমি বলতে চাই, আত্মসমর্পণের দিন শেষ হোক। তসলিমার প্রত্যাবর্তন হোক। বাংলার নারী আন্দোলনের নতুন সূর্যোদয় হোক।"

বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তসলিমা নাসরিন। তার ভারতীয় রেসিডেন্স পারমিট ২০২৪ সালের জুলাই মাসে শেষ হয়ে যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের কাছে মেয়াদ বাড়ানোর জন্য আবেদন জানালে তার আবেদন মঞ্জুর হয়। তবে ২০০৭ সালের পর তসলিমা কলকাতায় আর ফিরে আসেননি।

বিজেপির এই দাবি ভোটের মুখে একটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখা যাচ্ছে। বিশেষ করে মমতাবিরোধী লড়াইয়ে তসলিমা নাসরিনকে নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে বিজেপি। মুসলিম মৌলবাদের তীব্র সমালোচক তসলিমা নাসরিনকে বিজেপি মমতাবিরোধী নির্বাচনী প্রচারে যুক্ত করতে চাইছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে