ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ডিএমপির নতুন নির্দেশনা আজ থেকেই কার্যকর

২০২৫ মার্চ ১৭ ১৯:৫৫:১৯
ডিএমপির নতুন নির্দেশনা আজ থেকেই কার্যকর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেট এলাকায় যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নিয়েছে। ঈদ কেনাকাটার জন্য বিপুল সংখ্যক মানুষের সমাগম প্রত্যাশিত, এবং সেজন্য যানবাহনের সুবিধার্থে কিছু পরিবর্তন আনা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঈদের সময় রাজধানীতে যানবাহনের চাপ বাড়বে, বিশেষ করে মার্কেট এলাকাগুলোতে। এই কারণে, ২১, ২২ এবং ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বিকেল ১টা থেকে রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য ডাইভারসন ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে বিশেষ কিছু সড়ক পরিবর্তন ও নতুন রুট নির্ধারণ করা হয়েছে।

সোনারগাঁও ক্রসিং থেকে পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) হয়ে পান্থপথ এলাকা, নিউমার্কেট, ধানমন্ডি, মোহাম্মদপুর, ঝিগাতলা, মিরপুরগামী যানবাহন: এগুলোকে ফার্মগেট বা শাহবাগের দিকে ডাইভারসন দেওয়া হবে।

পান্থপথ গ্রীণ রোড ক্রসিং থেকে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহন: এসব যানবাহন গ্রিন রোডে, রাসেল স্কয়ার বা ফার্মগেটের দিকে ডাইভারসন করা হবে।

মিরপুর রোড ও ধানমন্ডি থেকে সাইন্সল্যাব ইন্টারসেকশন হয়ে নিউমার্কেটগামী যানবাহন: সিটি বাস ব্যতীত, সাইন্সল্যাব ক্রসিং থেকে বামে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারসন দেওয়া হবে।

নিউমার্কেট ক্রসিং-এ মিরপুর সড়কগামী যানবাহন: এসব যানবাহনকে নিউমার্কেট ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউমার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারসন দেওয়া হবে।

ঢাকা মহানগরবাসীকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যে, তারা ঈদ কেনাকাটার জন্য এই নির্দিষ্ট মার্কেট এলাকা ছাড়া অন্য রাস্তাগুলো ব্যবহার করবেন, যাতে যানজটের প্রবণতা কমানো যায়। ২১, ২২ এবং ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত, দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন মার্কেট সংলগ্ন রাস্তা এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করার জন্য সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউমার্কেট ক্রসিং থেকে সাইন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশার জন্য আলাদা লেন তৈরি করা হচ্ছে। এই লেনে কমপক্ষে তিনটি রিকশা পাশাপাশি চলতে পারবে। সব রিকশা চালক ও যাত্রীদের ওই লেনে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ডিএমপি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছে, যাতে ঈদুল ফিতরের সময় ঢাকা শহরের যানবাহন ব্যবস্থাপনা আরও সুন্দরভাবে পরিচালিত হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে