ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ওয়াসার নিয়োগ নিয়ে হান্নান মাসুদের মন্তব্য

২০২৫ মার্চ ১৭ ১৯:৪৭:১৫
ওয়াসার নিয়োগ নিয়ে হান্নান মাসুদের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ওয়াসার আউটসোর্সিং নিয়োগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কর্তৃক সুপারিশ করার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। এমন কিছু নথি ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

এই প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টায় তিনি তার ফেসবুক পেজে মন্তব্য করে বলেন, ওয়াসার আউটসোর্সিং নিয়োগের ক্ষেত্রে সাধারণত কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষা দেওয়া হয় না, এবং এটি এক ধরনের স্বল্পমেয়াদি চাকরি যা সংকটময় মুহূর্তে জনবল সংকট নিরসনে সুপারিশের ভিত্তিতে প্রদান করা হয়ে থাকে।

হান্নান মাসুদ আরও অভিযোগ করেন যে, বর্তমানে এই বিষয়টি নিয়ে মিডিয়া ট্রায়াল এবং চরিত্র হননের অপচেষ্টা চলছে। তিনি বলেন, "আউটসোর্সিং নিয়োগে সাধারণত বিজ্ঞপ্তি বা পরীক্ষা হয় না, এটি দৈনন্দিন ভিত্তিতে স্বল্প সময়ের চাকরি যা বিভিন্ন সুপারিশের ভিত্তিতে দেওয়া হয়।"

এছাড়া, মাসুদ তার পোস্টে উল্লেখ করেন, "নাহিদ ইসলাম ভাই, নুসরাত তাবাসসুম আপুকে আমি অন্তত ৪ বছর ধরে চিনি। উনাদের পাশে দাঁড়াচ্ছি। কিছু মানুষ চিলের পেছনে দৌড়াচ্ছে, কিন্তু চিলের কান কানের জায়গায় আছে কি না তা আর হাত দিয়ে ধরে দেখছে না।"

তিনি আরও বলেন, "এই মানুষগুলা সামনের ক্রাইসিস সময়ে এ দেশের মানুষের পাশে পাবে না। নিজেদের পিঠ বাঁচানোর জন্যে ঠিকই কারো না করো লুঙ্গির নিচে গিয়ে আশ্রয় নেবে।"

পোস্টের শেষে হান্নান মাসুদ আরও একটি পোস্ট দেন, যেখানে তিনি বলেন, "মিডিয়া ট্রায়াল চলছেই... আর সেই ফাঁদে সবাই পা দিচ্ছেন।"

এভাবে, ওয়াসার নিয়োগ নিয়ে চলমান বিতর্কের মধ্যে হান্নান মাসুদের মন্তব্যে নতুন এক দৃষ্টিভঙ্গি উঠে এসেছে, যা গণমাধ্যমে আরও আলোচনা সৃষ্টি করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে