ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫
Sharenews24

ভিক্ষুকের আয় ঘণ্টায় ১২ হাজার টাকার বেশি!

২০২৫ মার্চ ১৬ ২৩:৩৯:৪৩
ভিক্ষুকের আয় ঘণ্টায় ১২ হাজার টাকার বেশি!

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে রমজান মাসে বিস্ময়কর ঘটনা ঘটেছে। সেখানে একজন ভিক্ষুক মাত্র এক ঘণ্টায় ৩৫৭ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা) আয় করেছে।

রোববার (১৬ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, এ পরিস্থিতিতে শারজাহ পুলিশ সাধারণ জনগণকে নতুন করে সতর্ক করেছে। তারা জানিয়েছে, এখানকার ভিক্ষুকরা প্রকৃত অভাবের কারণে নয়, বরং পেশাগতভাবে ভিক্ষাবৃত্তি চালিয়ে যাচ্ছে।

একজন ভিক্ষুক ঘন্টায় কত টাকা রোজগার করে, তা জানার জন্য শারজাহর পুলিশ এক ব্যক্তিকে ভিক্ষুক সাজিয়ে রাস্তায় পাঠায়। দেখা যায় ওই ব্যক্তি মসজিদের সামনে ভিক্ষা করতে বসেন, দাঁড়িয়ে থাকা গাড়ির মানুষদের কাছে হাত পাতছেন। অনেক মানুষ তাকে ভিক্ষা দেনও। আর মাত্র ১ ঘণ্টা পর দেখা যায় ওই সাজানো ভিক্ষুক মানুষের কাছ থেকে ৩৫৭ দিরহাম ভিক্ষ পেয়েছেন। যা বাংলাদেশি অর্থে ১২ হাজার টাকারও বেশি।

মূলত সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে আমিরাতে কিছু প্রতারক ভিক্ষার মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করেন। এ কারণে সেখানে ভিক্ষা না দিতে উৎসাহিত করা হয়।

শারহাজ পুলিশ বলেছে, যদি কেউ অসহায়দের সহায়তা করতে চান, তাহলে সেটি যেন বৈধ চ্যানেলের মাধ্যমে করেন। দাতব্য সংস্থা বা এমন প্রতিষ্ঠানের মাধ্য যেন অর্থ যেন, যাতে যাদের সত্যিই সহায়তা প্রয়োজন, তারাই যেন সেই সহায়তা পান।

মাশরুর/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে