ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আসিফ মাহমুদের বইয়ে জুলাই ইতিহাস বিকৃতির অভিযোগ

২০২৫ মার্চ ১৬ ২০:২২:২৪
আসিফ মাহমুদের বইয়ে জুলাই ইতিহাস বিকৃতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : নবীন প্রকাশিত বই ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বইটির লেখক, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, একজনসমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা। বইটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাদিক কায়েম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের অবদানকে মাইনাস করার অভিযোগ উঠেছে।

বইটি প্রকাশিত হওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। বিশেষত, শেখ হাসিনার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সংবাদ সম্মেলনের ছবিতে সাদিক কায়েমকে বাদ দেওয়া হয়েছে। এই ছবি প্রকাশিত হওয়ার পর আবদুল্লাহ হিল বাকী ও মুজাহিদুল ইসলাম সহ অনেকেই ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন, যেখানে তারা দাবি করেছেন, আসিফ মাহমুদ কৌশলে জুলাই আন্দোলনের শিবির-জামায়াতের ভূমিকা অস্বীকার করেছেন। এছাড়া, বইটিতে সাদিক কায়েম সহ অন্যান্য নেতাদের অবদানকে কম গুরুত্ব দেওয়া হয়েছে।

বইয়ের ওই ছবির ব্যাপারে মো. আবু জুবায়ের এক ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, "আসিফ মাহমুদ তার বইয়ে সাদিক কায়েমের ছবি কাটছাঁট করে কী প্রমাণ করতে চান? ইতিহাস অস্বীকারের এ কৌশল কি কোনো চক্রান্তের অংশ নয়?" এ নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা শুরু হয়। কেফায়েত শাকিল তার পোস্টে বলেন, "বইটি ইতিহাস বিকৃতির একটি ভয়ঙ্কর উদাহরণ।" তিনি আরও দাবি করেছেন, আসিফ মাহমুদ, নাহিদসহ যারা আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন, তারা যখন শীর্ষ সরকারের সাথে সমঝোতার দিকে যাচ্ছিলেন, তখন সাদিক কায়েম, আব্দুল হান্নান এবং আব্দুল কাদের সহ অন্যান্য নেতারা আন্দোলন পরিচালনা করেছিলেন।

আসিফ মাহমুদ তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন, তার বই ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ সম্পূর্ণভাবে গণঅভ্যুত্থানের ইতিহাস নয়, বরং তার ব্যক্তিগত অভিজ্ঞতার সংক্ষিপ্ত বর্ণনা। তিনি আরও জানিয়েছেন, বইটিতে অনেক বড় ঘটনা এক লাইনে লেখা হয়েছে, এবং মাত্র ১২০ পৃষ্ঠায় তার অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা করা সম্ভব নয়। আসিফ মাহমুদ বলেছেন, "বইটি সংক্ষিপ্ত, এখানে অনেক বড় ঘটনাকে এক লাইনে নিয়ে আসা হয়েছে, পরবর্তীতে আরও বিস্তারিত লিখবেন ইনশাআল্লাহ।"

আসিফ মাহমুদ তার পোস্টে আরও জানিয়েছেন, জুলাই আন্দোলনের ইতিহাস যখন পূর্ণতা পাবে, তখন অনেক বিশিষ্ট নেতার অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করা হবে। তিনি দেশব্যাপী সকল সংগঠকদের লেখার জন্য আহ্বান জানিয়েছেন, যেন ইতিহাসের পূর্ণাঙ্গ দিকটি সামনে আসে। তবে, তিনি মনে করেন, বর্তমানে তার বইটি ইতিহাসের একাংশের প্রতিফলন।

এই বিতর্কের মাধ্যমে আসিফ মাহমুদের বই এক নতুন আলোচনার সৃষ্টি করেছে এবং এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যারা সরাসরি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের জন্য বইটি একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে ইতিহাসের কিছু দিক অস্বীকার করার অভিযোগ উঠেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে