ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন উজমা চৌধুরী

২০২৫ মার্চ ১৬ ১৯:৫৭:৪৭
মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন উজমা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : দেশের আর্থিক ও ব্যাংকিং খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব উজমা চৌধুরী মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের নিবন্ধিত সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট বা সিপিএ। মিস উজমা চৌধুরী ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাস থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন।

যুক্তরাষ্ট্রের পেট্রোলিয়াম শিল্পে সাত বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও তিনি আমেরিকান উইমেন্স সোসাইটি ফর সিপিএ-র হিউস্টন চ্যাপ্টারের সেক্রেটারি হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, ২০০৮ সালের অক্টোবর থেকে তিনি দেশের অন্যতম বৃহৎ ও বহুমুখী শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

ব্যবসা বাণিজ্যের পাশাপাশি তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কর্মসূচির (UCEP) ফাইন্যান্স ও অডিট কমিটির সদস্য এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (MCCI)-এর কমিটির একজন সক্রিয় সদস্যও।

মেঘনা ব্যাংক বিশ্বাস করে, উজমা চৌধুরীর দক্ষ নেতৃত্বে প্রবৃদ্ধি, উদ্ভাবন ও উৎকর্ষতার মাধ্যমে ব্যাংকটিকে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে এবং তিনি শীর্ষ অবস্থানে নিয়ে যাবেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে