ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫
Sharenews24

অবশেষে বিধ্বস্ত লুকে দেখা মিলল হাসিনাপুত্র জয়ের

২০২৫ মার্চ ১৬ ২০:৩১:১৭
অবশেষে বিধ্বস্ত লুকে দেখা মিলল হাসিনাপুত্র জয়ের

নিজস্ব প্রতিবেদক : সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও দেশের পরিস্থিতির মাঝে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের একটি ছবি। দীর্ঘদিন পর দেখা মিলল তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে চলে যান, তখন বেশ কিছুদিন টানা ভিডিও বার্তায় কথা বলেছিলেন সজীব। তবে গত বছরের ১১ আগস্টের পর থেকে তার কোন প্রকাশ্য উপস্থিতি ছিল না। তবে এখন আবার তার একটি ছবি ছড়িয়ে পড়েছে, যা নিয়ে চলছে নানা আলোচনা।

ড. কনক সরোয়ার, প্রবাসী সাংবাদিক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট, রোববার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে সজীবের একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডালা শপিং সেন্টার থেকে তোলা। ছবির ক্যাপশনে কনক সরোয়ার লিখেছেন, "বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ, লুন্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ। আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীতে, তার চেহারায় আছে উদ্বিগ্নতার ঝাপ।"

কনক আরো লিখেছেন, "মাঝে মাত্র ২২১ দিন আগের যে উজ্জ্বল জীবন ছিল, গত সাত মাসে তার বয়স যেন সাত বছর বেড়ে গেছে।" ছবিটি ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টারের বিকেল বেলার সময় তোলা, বলে জানা গেছে।

এছাড়া, নাজমুস সাকিব নামে একজন প্রবাসী সাংবাদিক তার ফেসবুক পেজে এই ছবি শেয়ার করে লিখেছেন, "জাতির ভাইগনা সজীব ওয়াজেদ জয়ের ছবি, যারা সর্বশেষ তার প্রেমিকার সাথে যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছিলেন।" ছবির সাথে সাথেই বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে এটি পোস্ট হয়ে দ্রুত ভাইরাল হয়ে যায়।

ছবিটি পোস্ট হওয়ার পর থেকেই নানা মন্তব্য এবং আলোচনা শুরু হয়। কিছু ফেসবুক ব্যবহারকারী সজীব ওয়াজেদ জয়ের বর্তমান অবস্থাকে নিয়ে নানা মন্তব্য করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, "দেশের জনগণের অন্যতম সম্পদ লুন্ঠনকারী পলাতক ফ্যাসিস্ট হাসিনার পুত্র এখন দারুণ নিঃসঙ্গ।" অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "এটিই প্রমাণ যে ক্ষমতার বাহাদুরি চলে গেলে মানুষের ব্যক্তিগত জীবন কেমন বিধ্বস্ত হয়ে যায়।"

বিভিন্ন রকমের আলোচনা ও মন্তব্যের মাধ্যমে সজীব ওয়াজেদ জয়ের এই ছবি ইতোমধ্যে ফেসবুকের ট্রেন্ডিং ক্যাটেগরিতে চলে এসেছে। নেটিজেনদের মন্তব্য থেকে স্পষ্ট যে, তার চেহারায় অবিকৃত আত্মবিশ্বাস এবং সম্মান আজ আর দেখা যাচ্ছে না, তার পরিবর্তে দেখা যাচ্ছে এক ধরনের উদ্বেগ এবং নিঃসঙ্গতা।

এমন পরিস্থিতি থেকে একাধিক মন্তব্যকারীরা শিক্ষা গ্রহণের কথা বলেছেন, যে যেভাবে ক্ষমতা ও বিত্তের বাহাদুরি দেখিয়েছেন, শেষমেশ তাদের জীবন কেমন হয়ে যায়।

জাহিদ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে