ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫
Sharenews24

দুই কোম্পানির শেয়ারই লাল করে দিল সূচক!

২০২৫ মার্চ ১৬ ১৪:২৭:০৯
দুই কোম্পানির শেয়ারই লাল করে দিল সূচক!

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৬ মার্চ) উত্থান প্রবণতায় উভয় শেয়ারবাজারের লেনদেন শুরু হয়েছিল। কিন্তু শেষ বেলায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক নেতিবাচক ধারায় টার্ন নেয়।

এদিন দুই কোম্পানির শেয়ারই ডিএসইর সবুজ সূচককে লাল করে দিয়েছে। কোম্পানি দুটি হলো ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক।

এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ৩.৬৬ পয়েন্ট। বিপরীতে ইসলামী ব্যাংকের কারণে ডিএসইর প্রধান সূচক কমেছে ২.৯৮ পয়েন্ট এবং ব্র্যাক ব্যাংকের কারণে সূচক কমেছে ২.১১ পয়েন্ট।

আগের দিন ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং প্রাইস ছিল ৪৩ টাকা ৮০ পয়সায়। আজ ক্লোজিং প্রাইস হয়েছে ৪৩ টাকা ৩০ পয়সায়। দাম কমেছে ৫০ পয়সা। লেনদেন হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭৪০টি শেয়ার।

অন্যদিকে, আগের দিন ব্র্যাক ব্যাংকের ক্লোজিং প্রাইস ছিল ৫২ টাকা ৮০ পয়সায়। আজ ক্লোজিং প্রাইস হয়েছে ৫২ টাকা ২০ পয়সায়। দাম কমেছে ৬০ পয়সা। লেনদেন হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৬৫৩টি শেয়ার।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে