ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
Sharenews24

সীমান্তবর্তী তিন উপজেলায় অবাধে ভারতীয় সিমের ব্যবহার

২০২৫ মার্চ ১৪ ২৩:১২:৩৩
সীমান্তবর্তী তিন উপজেলায় অবাধে ভারতীয় সিমের ব্যবহার

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে ভারতীয় মোবাইল সিমকার্ডের অবাধ ব্যবহার বেড়েছে। যা চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সিমকার্ড ব্যবহারের ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

এ সীমান্তবর্তী এলাকার বাজারগুলোতে তরুণরা ভারতীয় সিমকার্ড ব্যবহার করে ইন্টারনেট সেবা নিচ্ছেন এবং স্মার্টফোনে গুগল, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফ্রি-ফায়ার, পাবজি মতো গেমও খেলছেন।

স্থানীয়রা জানান, ভারতীয় সিমকার্ডের অবাধ ব্যবহারের কারণে সীমান্তে চোরাকারবারী ও মানবপাচারকারীরা মোবাইলে যোগাযোগ রেখে মাদকপাচারসহ নানা অপরাধে যুক্ত হচ্ছে।

এ বিষয়ে ভারতীয় সিমকার্ড ব্যবহারকারী বাংলাদেশি নাগরিকরা জানান, তাদের এলাকায় বাংলাদেশি মোবাইল নেটওয়ার্কের সেবা নেই। তাই তারা ভারতীয় সিমকার্ড ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

কসবা পুটিয়া সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা মো. আরমান বলেন, আমাদের এলাকায় বাংলাদেশি নেটওয়ার্কের কোনো সুবিধা নেই। তাই আমরা ভারতীয় সিম ব্যবহার করি। যদি সরকার এখানে মোবাইল নেটওয়ার্কের ব্যবস্থা করত, তবে আমরা উপকৃত হতাম।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, আমরা বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ শুরু করেছি এবং সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের বলেছি, এই এলাকার নেটওয়ার্ক উন্নত করার জন্য যাতে স্থানীয়রা অন্য দেশের সিমকার্ড ব্যবহার থেকে বিরত থাকে।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে