ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
Sharenews24

জামায়াতে ইসলামীর ২৪ ঘণ্টার আলটিমেটাম

২০২৫ মার্চ ১৪ ২২:৫৯:৩৮
জামায়াতে ইসলামীর ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সোহরাব হোসেন বাদী হয়ে ১৩ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুর পর্যন্ত পুলিশ কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।

এদিকে, শুক্রবার বাদ জুমা উপজেলা জামায়াতের উদ্যোগে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে জামায়াত নেতারা ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন এবং অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি জানিয়েছেন।

জামায়াত নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীরা বাধা দেন, এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের অন্তত ১০ কর্মী আহত হন।

এ ঘটনার পর শুক্রবার ভোররাতে সোহরাব হোসেন বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারের দাবিতে জুমার নামাজের পর গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসানের নেতৃত্বে কালীগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বিএনপির পার্টি অফিস ও কালীগঞ্জ থানা অতিক্রম করে খোদেজা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত নেতারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি তাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আইন বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান।

এ ঘটনায় কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, “শুনেছি তারা (জামায়াতে ইসলামী) ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। তারা যা খুশি তাই দিতে পারে। পুলিশের কাছে কি আলাদ্দিনের চেরাগ আছে যে ২৪ ঘণ্টার মধ্যে ধরে আনবে? যে যার মতো বলে আর আপনারাও লেখেন।”

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে