ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
Sharenews24

ওসি বদলির খবরে থানায় পাওনাদারের ছোটাছুটি

২০২৫ মার্চ ১৪ ২২:৫৩:৫৭
ওসি বদলির খবরে থানায় পাওনাদারের ছোটাছুটি

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানার ওসি মো. ফরিদ আহমেদের হঠাৎ অন্যত্র বদলির খবর শুনে থানায় বিভিন্ন পাওনাদারদের ছোটাছুটি শুরু হয়েছে। ওসিকে থানায় না পেয়ে পাওনাদাররা বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।

জানা গেছে, ওসি মো. ফরিদ আহমেদ গত ২৬ সেপ্টেম্বর নান্দাইল মডেল থানায় যোগদান করেন। এরপর তিনি নানা আলোচনা-সমালোচনার মাঝে তার কার্যক্রম পরিচালনা করেন। নান্দাইলে চুরি, ছিনতাইসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতির দিকে চলে গেলেও তিনি ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে তিনটি শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওসির বদলির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি দ্রুত শুক্রবার ভোরে নতুন কর্মস্থলে যোগ দেন। এরপর দুপুরে পাওনাদাররা থানায় এসে ওসিকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পাওনাদারদের মধ্যে অনেক ব্যবসায়ী, দোকানদার এবং অভিযোগকারী উপস্থিত ছিলেন।

পৌর বাজারের ইসহাক মার্কেটের ব্যবসায়ী মো. মোফাজ্জল হোসেন জানান, তিনি ওসির কাছে প্রায় লাখ টাকার ওপরে পাওনা রয়েছেন। ইলেকট্রনিক্স ব্যবসায়ী ফরহাদ জানান, তার দোকানে প্রায় ১১ হাজার টাকা বকেয়া রয়েছে।

এছাড়া নাম প্রকাশ না করার শর্তে পাঁচজন অভিযোগ করেন যে, ওসি শেষ মুহূর্তে পাঁচটি মামলা রেকর্ডভুক্ত করার নামে তাদের কাছ থেকে ৭৮ হাজার টাকা নিয়েছেন।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এ বিষয়ে ওসির সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহা করা হবে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে