ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
Sharenews24

জাতিসংঘ মহাসচিবকে নির্বাচনের সম্ভাব্য তারিখ জানালেন ড. ইউনূস

২০২৫ মার্চ ১৪ ১৯:৪৬:০৮
জাতিসংঘ মহাসচিবকে নির্বাচনের সম্ভাব্য তারিখ জানালেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৪ মার্চ) ঢাকার তেজগাঁওয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠককালে তিনি এই বিষয়টি জানান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, “যদি রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজে একমত হয়, তবে নির্বাচন ডিসেম্বরে হতে পারে। কিন্তু তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে, তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, “সংস্কারের মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আমাদের অঙ্গীকার দৃঢ়।”

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা হ্রাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি রোহিঙ্গাদের দুর্দশা সম্পর্কে বলেন, "বিশ্বে এমন বৈষম্য আর কোনো জনগণের ভাগ্যে ঘটেছে বলে আমি জানি না। আন্তর্জাতিক সম্প্রদায় তাদের প্রতি সহানুভূতি জানাতে ভুলে যাচ্ছে।"

গুতেরেস বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা সংগ্রহে জাতিসংঘ সর্বোচ্চ চেষ্টা করবে এবং এই সংকটের সমাধানে তারা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। তিনি আরও বলেন, “বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী বিশ্ব শান্তি ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে একাধিক বন্দর নির্মাণ প্রকল্পের কথা তুলে ধরেন, যা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। তিনি বলেন, “বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে চায়, এবং বিভিন্ন দেশের সমর্থন পেয়েছে।”

অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, “আমরা আর্থিক সংকট কাটিয়ে উঠেছি। রপ্তানি বাড়ছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভাল অবস্থানে রয়েছে।”

গুতেরেস বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন এবং উন্নতির জন্য সরকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এছাড়া, বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান, এসডিজি–বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা উপস্থিত ছিলেন।

মিনহাজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে