ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
Sharenews24

ড. ইউনূসের ক্ষমতা গ্রহণ নিয়ে বাংলাদেশি রাষ্ট্রদূতের বিস্ফোরক স্ট্যাটাস

২০২৫ মার্চ ১৪ ১৬:২৪:১৮
ড. ইউনূসের ক্ষমতা গ্রহণ নিয়ে বাংলাদেশি রাষ্ট্রদূতের বিস্ফোরক স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছেন ড. মুহাম্মদ ইউনূস। এমনটি দাবি করেছেন কানাডায় পালিয়ে যাওয়া বাংলাদেশি রাষ্ট্রদূত হারুন-উর রশিদ।

মরক্কোতে নিযুক্ত বাংলাদেশি ওই রাষ্ট্রদূত সামাজিক মাধ‍্যম ফেসবুকে বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অন্ধকারতম দিন ছিল, যখন একটি সমন্বিত সন্ত্রাসী হামলার মাধ্যমে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয় এবং তার ভিত্তি ভেঙে দেওয়া হয়।

সাবেক এই রাষ্ট্রদূত দাবি করেছেন, তখন দেশের পরিস্থিতি শৃঙ্খলা হারিয়ে ফেলে এবং এমন এক সময়ে ড. ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেন।

হারুন-উর রশিদ তাঁর স্ট্যাটাসে আরও দাবি করেছেন, পিনাকী ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের মতো ডিজিটাল সন্ত্রাসীরা পশ্চিমা দেশগুলোকে ব্যবহার করে বাংলাদেশে উগ্রবাদ ছড়িয়েছে এবং বাংলাদেশের সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে। তাদের কার্যক্রমে ঘৃণা এবং বিভাজন সৃষ্টি করা হয়েছে। যার ফলে বাংলাদেশে উগ্রপন্থী চিন্তাধারা ছড়িয়েছে।

শেখ হাসিনার আমলের এই রাষ্ট্রদূত আরও বলেন, ড. ইউনূসের শাসনামলে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ও সাংস্কৃতিক পরিচয় ধ্বংস হয়ে গেছে এবং এই উগ্রপন্থীরা একাধিক ধর্মীয় স্থান ও সাংস্কৃতিক চিহ্ন ধ্বংস করেছে। ইউনূসের শাসনেই বাংলাদেশ সবচেয়ে বেশি নারীর প্রতি নির্যাতনকারী দেশগুলোর মধ্যে পরিণত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

হারুন-উর রশিদের এই স্ট্যাটাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও ড. ইউনূসের ক্ষমতা দখলের প্রেক্ষাপট নিয়ে বিস্তৃত অভিযোগ তুলেছেন। যা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে