ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

উত্থানের বাজারেও বিপরীত ভূমিকায় তিন বহুজাতিক কোম্পানি

২০২৫ মার্চ ১২ ১৬:৩৯:১৯
উত্থানের বাজারেও বিপরীত ভূমিকায় তিন বহুজাতিক কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ইতিবাচক ধারা অব্যাহত থাকলেও বুধবার (১২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন বহুজাতিক কোম্পানি বিপরীত ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বড় মূলধনী এই তিন বহুজাতিক কোম্পানির চাপে ডিএসইর উত্থান প্রবণতাকে কিছুটা শ্লথ করে দিয়েছে।

লংকাবাংলা ফাইন্যান্স পোর্টাল সূত্রে জানা যায়, ওই তিন বহুজাতিক কোম্পানির শেয়ারের নেতিবাচক প্রভাব ডিএসইর সূচকেও নেতিবাচক প্রভাব ফেলেছে। কোম্পানিগুলো হলো- লিন্ডে বাংলাদেশ, রবি আজিয়াটা ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

আজ ডিএসইর সূচকের ওপর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে লিন্ডে বাংলাদেশ। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪৫ টাকা ৫০ পয়সা, যার ফলে সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে ১.০৩ পয়েন্ট।

অন্যদিকে, রবি আজিয়াটার শেয়ার দর কমেছে ৩০ পয়সা, যা সূচকের পতনে ভূমিকা রেখেছে ০.৫৮ পয়েন্ট ।

এছাড়া, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর কমেছে ৬৪ টাকা, যার ফলে ডিএসইর সূচকে নেতিবাচক প্রভাব ফেলেছে ০.৫৫ পয়েন্ট।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে