ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫
Sharenews24

আমিনুল ইসলামের বিষয়ে প্রেস সচিবের গুরুত্বপূর্ণ বক্তব্য

২০২৫ মার্চ ১০ ১৫:৩৯:৪২
আমিনুল ইসলামের বিষয়ে প্রেস সচিবের গুরুত্বপূর্ণ বক্তব্য

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার (১০ মার্চ) এক ব্রিফিংয়ে জানিয়েছেন যে, ড. এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদ থেকে পদত্যাগ করেছেন।

তিনি আরও জানান, কেবিনেট সেক্রেটারির সাথে আলাপকালে তারা শুধু আমিনুল ইসলামের পদত্যাগের বিষয়টি জানতে পেরেছেন এবং তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর বাইরে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

প্রেস সচিব শফিকুল আলম আরো উল্লেখ করেছেন যে, শেখ হাসিনার আমলে পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে একটি বিশেষ আইন শিগগিরই করা হবে। এ প্রসঙ্গে, ১১টি কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান চলছে, তাদের মধ্যে প্রথমে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামও এসেছে।

জাহিদ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে