ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫
Sharenews24

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস

২০২৫ মার্চ ১০ ১৫:৩৩:০৯
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক : ফাল্গুন মাসের শেষদিকে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে দেশের বিভিন্ন জায়গায় ভ্যাপসা গরম বিরাজ করছে। এই গরমে জনজীবনে অস্বস্তি তৈরি হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে, বর্ধিত ৫ দিনের শেষদিকে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, ১১ এবং ১২ মার্চ (মঙ্গলবার ও বুধবার) সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। এর মধ্যে, মঙ্গলবার সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে বুধবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে, ১৩ মার্চ (বৃহস্পতিবার) রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু'একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।

আবহাওয়া অফিস জানায় যে, ৯ মার্চ রাঙামাটিতে সর্বোচ্চ ৩৪°C তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এবং ঢাকায় ছিল ৩৩.৩°C। এই অবস্থায়, বর্ধিত ৫ দিনের শেষদিকে তাপমাত্রা আবারও বেড়ে যেতে পারে।

এছাড়া, আবহাওয়া অধিদপ্তর আরও জানায় যে, আগামী দিনগুলোতে তাপমাত্রার ওঠানামার পাশাপাশি বৃষ্টি হতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

জাহিদ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে