ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা জানালেন প্রেস সচিব

২০২৫ মার্চ ১০ ১৫:২৯:৫৬
প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা জানালেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক : বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য বিশেষ আইন প্রণয়ন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। তিনি উল্লেখ করেছেন যে, এসব অর্থ জনগণের করের টাকা, তাই এসব অর্থ ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। এর জন্য অর্থ পাচারের সব অভিযোগ তদন্তে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন ড. ইউনূস।

প্রেস সচিব জানান, ১১টি ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে অর্থ পাচারের বিষয়ে একটি যৌথ অনুসন্ধান তদন্ত কমিটি কাজ করছে। এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হংকং, মালয়েশিয়া সহ পাঁচটি দেশে তাদের অর্থ পাচারের নমুনা পাওয়া গেছে। এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।

এভাবে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকারের সিদ্ধান্তের পাশাপাশি সংশ্লিষ্ট তদন্ত কার্যক্রমগুলোও গুরুত্বের সঙ্গে পরিচালিত হবে বলে প্রেস সচিব জানিয়েছেন।

জাহিদ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে