ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

রূপালী ব্যাংকের পরিচালক হলেন মুজিব আহমদ সিদ্দিকী

২০২৫ মার্চ ০৬ ২১:৫৪:৪৪
রূপালী ব্যাংকের পরিচালক হলেন মুজিব আহমদ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের পরিচালক হয়েছেন মুজিব আহমদ সিদ্দিকী। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি তাকে ৩ বছরের জন্য রূপালী ব্যাংকের পরিচালনা বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর মুজিব আহমদ ব্যাংকের বোর্ড সভায় যোগ দেন।

এর আগে মুজিব আহমদ এবি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ৩৫ বছরের কর্মজীবনে তিনি ইউএসএইড এর বাংলাদেশ মিশনে প্রজেক্ট ডেভলপমেন্ট, মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ডিগ্রি অর্জন করেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে