ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫
Sharenews24

ফেব্রুয়ারিতে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠালেন যেসব দেশের প্রবাসীরা

২০২৫ মার্চ ০৬ ১২:১১:৩২
ফেব্রুয়ারিতে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠালেন যেসব দেশের প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক: সর্বশেষ ফেব্রুয়ারি মাসে ঢাকা বিভাগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ১২২ কোটি ২৯ লাখ ডলার। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭২ কোটি ৭৪ লাখ ডলার, সিলেট বিভাগে ২০ কোটি ৭৪ লাখ ডলার, খুলনা বিভাগে ১০ কোটি ৭৫ লাখ ডলার, বরিশাল বিভাগে ৮ কোটি ১৫ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৭ কোটি ৭৬ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৫ কোটি ৫০ লাখ ডলার ও রংপুর বিভাগে ৪ কোটি ৮৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এদিকে ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রায়াত্ব ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮৯ কোটি ৫৭ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২০ কোটি ২১ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪২ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৫৮ লাখ লাখ ৪০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফেব্রুয়ারির ২৩-২৮ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৫৯ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার। ১৬-২২ ফেব্রুয়ারি দেশে এসেছে ৬১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ডলার। ৯-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ৬৪ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার। ২-৮ ফেব্রুয়ারি দেশে এসেছে ৬৫ কোটি ২৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। আর ১ ফেব্রুয়ারি রেমিট্যান্স এসেছে ১ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বিদায়ী ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ও ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

মামুন/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে