ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিপাকে বিএনপি নেতা

২০২৫ মার্চ ০৫ ১১:৫৬:৪৬
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিপাকে বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা হাসমত আলী, যিনি সুনামগঞ্জ জেলার দিরাই পৌর যুবদলের সাবেক সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন, 'জয় বাংলা' স্লোগান দেয়ার কারণে দল থেকে বহিষ্কৃত হয়েছেন।

গত ২৫ ফেব্রুয়ারি দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে হাসমত আলী বক্তব্য প্রদান করেন। বক্তৃতার শেষে তিনি 'জয় বাংলা' স্লোগান দেন, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে ওঠে।

এই ঘটনা নিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ৪ মার্চ রাতে ফেসবুকে একটি পোস্টে জানানো হয় যে হাসমত আলীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তার স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পত্র প্রেরণ করা হয়েছে।

পত্রটি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক যৌথ স্বাক্ষরিত ছিল।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা শুরু হয়, যেখানে অনেকেই বিএনপি নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেয়া নিয়ে বিতর্ক উত্থাপন করেন।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে