ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
Sharenews24

‘গৃহিণী স্ত্রী-মেয়েকে ব্যাংকের পরিচালক বানানো যাবে না’: গভর্নরের সতর্কবার্তা

২০২৫ মার্চ ০৪ ১৬:৪১:০৫
‘গৃহিণী স্ত্রী-মেয়েকে ব্যাংকের পরিচালক বানানো যাবে না’: গভর্নরের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর একটি আলোচনায় ব্যাংক খাতের বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কিছু ব্যাংকে গৃহিণী, স্ত্রীর বা মেয়ের মতো অযোগ্য সদস্যদের পরিচালকের পদে বসানো হচ্ছে, যা তিনি চান না। তাঁর মতে, ব্যাংক পরিচালকের পদে বসতে হলে একজনের যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন এবং সেসব যাচাই করা হবে। তিনি উল্লেখ করেছেন যে, বর্তমানে যারা ব্যাংক পরিচালনা করছেন, তাদের সবাইকেই যোগ্যতা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে।

গভর্নর আরো বলেন, ব্যাংক মালিকদেরও এই যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হবে এবং যারা যোগ্যতা অর্জন করবেন, তারা তবেই পরিচালকের পদে থাকতে পারবেন। এর মধ্যে সিটি ব্যাংক এনএ’র মালিকদের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, তাদের পরিচয় জানা যায় না।

এছাড়া তিনি আরও জানান যে, দেশে আর্থিক পরিস্থিতি শক্তিশালী রয়েছে এবং সরকারীয় ঋণের জন্য চক্রের মধ্যে থাকলেও তিনি চাটুকারিতা করে টাকা আনতে রাজি নন। তিনি বলেন, রাজস্ব আদায় ভালো হলে, বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাহায্যের দিকে তাকাতে হবে না।

তিনি আরো বলেন, মূল্যস্ফীতি কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, যা সুদহার কমাতে সাহায্য করবে।

এনামুল/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর