ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

আ.লীগের রাজনীতি নিয়ে নাহিদ ইসলামের কড়া মন্তব্য

২০২৫ মার্চ ০৪ ১১:২০:২৭
আ.লীগের রাজনীতি নিয়ে নাহিদ ইসলামের কড়া মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "বাংলাদেশে সংগঠিত গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে হবে।"

তিনি মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকালে এ কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, "গণ-অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং গত ১৫ বছরে নানা জুলুম করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যে এই বিচার বাংলাদেশর মানুষ দেখতে চায়। বিচারের পর যে সংস্কার কার্যক্রম জাতীয় ঐক্যমত যে কমিশন রয়েছে, দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের 'জুলাই সনদ' এবং 'জুলাই ঘোষণাপত্র' তা দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই।"

তিনি আরও বলেন, "১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্যে স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের সার্বভৌমত্ব বারবার হুমকির মধ্যে পড়েছে। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ রোপণ করা হয়েছিল।"

নাহিদ ইসলাম বলেন, "গণতান্ত্রিক প্রক্রিয়াকে বারবার দীর্ঘায়িত করা হয়েছে। এবার যাতে আর দীর্ঘায়িত না হয়, ২৪-এর গণ-অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয়, পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবল সরকার পরিবর্তন করেই আমাদের জনগণের কল্যাণ বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি, ২০২৪ সালে গণ-অভ্যুত্থান হয়েছে, ছাত্র-জনতা রক্ত দিয়েছে, কেবল সরকার পরিবর্তন নয়, শাসন কাঠামোসহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে।"

এদিন, সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এনসিপি নেতাকর্মীরা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকাল ৭টায় নেতাকর্মীরা স্মৃতিসৌধে প্রবেশ করেন। এ সময় নাহিদ ইসলাম, আখতার হোসেনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে