ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

অমর্ত্য সেনের বক্তব্যে ফুঁসে উঠলো জামায়াত আমির

২০২৫ মার্চ ০৩ ১১:০৮:৪৯
অমর্ত্য সেনের বক্তব্যে ফুঁসে উঠলো জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাংলাদেশ সম্পর্কিত বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন। তিনি অমর্ত্য সেনের বক্তব্যকে তীব্রভাবে সমালোচনা করেছেন, বিশেষ করে জামায়াতে ইসলামী সম্পর্কে তার মন্তব্যের প্রতি।

ডা. শফিকুর রহমান বলেন, অমর্ত্য সেন বাংলাদেশে যে সহনশীলতার কথা বলেছেন তা অপ্রয়োজনীয় এবং বাংলাদেশে গত ১৫ বছর ধরে যে ধর্মনিরপেক্ষতার নামে ‘ভণ্ডামি’ চলছে, তা তিনি উল্লেখ করেছেন। তিনি জামায়াতের বিরুদ্ধে অমর্ত্য সেনের যে ধারণা প্রকাশ করেছেন, সেটিকে ভুল এবং বাস্তবতার বিপরীত বলে দাবি করেছেন। তিনি আরো বলেন, ‘সংখ্যালঘু’ বলে যাদের চিহ্নিত করা হয়েছে, তাদের ওপর নির্যাতনকারী মূলত আওয়ামী লীগ, এবং জামায়াতকে কখনোই তাদের দায়ী করা উচিত নয়।

এছাড়া, অমর্ত্য সেন বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা বজায় রাখার গুরুত্ব এবং জামায়াতে ইসলামীকে নজরদারিতে রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকারের বিষয়টি উল্লেখ করে, এমন ধরনের সহিংসতার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

ডা. শফিকুর রহমানের বক্তব্য বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশি ব্যক্তির মন্তব্যের বিরুদ্ধে এক কঠিন প্রতিক্রিয়া হিসেবে দেখা যাচ্ছে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে