ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা পাবেন বিশেষ সুবিধা

২০২৫ মার্চ ০২ ১৮:৩৮:৪১
অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা পাবেন বিশেষ সুবিধা

নিজস্ব প্রতিবেদক : নতুন সরকারি সিদ্ধান্ত, যেখানে ২০২৪ সালের জুলাই-অগাস্টে ঘটে যাওয়া অভ্যুত্থানে আহত বা নিহতদের পরিবারের সদস্যদের জন্য ৫ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে। এই কোটা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য প্রযোজ্য হবে।

গত ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে। এই আদেশ অনুযায়ী, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আহত বা শহীদ পরিবারের সদস্যরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবেন এবং তাদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

আদেশে আরও বলা হয়েছে, এই কোটার আওতায় আসার জন্য আবেদনকারীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ অথবা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এবং মূল কপি ভর্তির সময় দেখাতে হবে। যদি কেউ এই প্রমাণপত্র জমা না দিতে পারে, তবে তাদের মেধা তালিকা অনুযায়ী আসনে ভর্তি করা হবে।

এছাড়া, এই কোটা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন ভর্তির সময় কোনও আসন শূন্য না থাকে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে