ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

বাংলাদেশে মোট ভোটার নিয়ে চমকপ্রদ তথ্য জানালেন সিইসি

২০২৫ মার্চ ০২ ১০:৪২:৪১
বাংলাদেশে মোট ভোটার নিয়ে চমকপ্রদ তথ্য জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটার রয়েছেন। তিনি এই তথ্য ৭ম জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান করেন এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি জানান, পুরুষ ভোটার সংখ্যা ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ এবং নারী ভোটার সংখ্যা ৬ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন। এছাড়া, হিজড়া ভোটারের সংখ্যা ৯৯৪ জন।

সিইসি আরও বলেন, ২০২৪ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে ভোটার হালনাগাদের কাজ সমাপ্ত করা হয়েছে। এর আগে, ২ জানুয়ারি ২০২৪ খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়, যাতে নতুন করে যুক্ত হয় ১৮ লাখ ৩৩ হাজার ভোটার। ভোটার সংখ্যা বাড়িয়ে ১২ কোটি ৩৭ লাখে পৌঁছায়।

তবে, মৃত ভোটারদের বাদ না যাওয়ার কারণে এবং কিছু নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায়, ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করার কাজ শুরু করে নির্বাচন কমিশন। ২০২৬ সালের ১ জানুয়ারি যারা ১৮ বছর বয়সী হবেন, তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আদনান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে