ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আ.লীগ সরকারের গোপন খেলাপি ঋণের তথ্য প্রকাশ

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৭:৫৬:২৪
আ.লীগ সরকারের গোপন খেলাপি ঋণের তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে গোপন রাখা খেলাপি ঋণের সঠিক তথ্য এখন বেরিয়ে আসছে। তিনি জানান, বাংলাদেশ ব্যাংক এখন সেই পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে আসছে, যেখানে খেলাপি ঋণ লুকিয়ে রাখা হতো। এই পরিবর্তনের ফলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশিত হচ্ছে।

তিনি বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, ২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ।

তিনি আরও বলেন, "যত বেশি নতুন তথ্য পাচ্ছি, ততই খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে।" এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করতে চায়। তিনি জানান, যেসব ব্যাংককে একীভূত করা প্রয়োজন, তা একীভূত করা হবে বা নতুন বিনিয়োগকারীদের নিয়ে পুনর্গঠন করা হবে।

এছাড়া, ব্যাংক কোম্পানি আইন রিভিউ হচ্ছে এবং আইনগত সংস্কারও চলছে। এসব প্রক্রিয়া শেষে ব্যাংক খাতের পুনর্গঠন করা হবে।

২০২৪ সালের ডিসেম্বরের প্রান্তিক শেষে, ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ২০.২%। এর আগে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত সর্বোচ্চ খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ১৭% ছিল।

এছাড়া, ২০২৩ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। সে হিসেবে, এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২ লাখ কোটি টাকা।

এই পরিস্থিতি দেশের ব্যাংকিং খাতে উদ্বেগজনক সংকট সৃষ্টি করেছে এবং এর ফলে ব্যাংক খাতে স্থিতিশীলতার জন্য আরও শক্তিশালী ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা প্রতীয়মান হচ্ছে।

এনামুল/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে