ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

যেসব কারণ প্রধান উপদেষ্টাকে জানাল কুয়েট শিক্ষার্থীরা

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১৯:৫৮:৪৭
যেসব কারণ প্রধান উপদেষ্টাকে জানাল কুয়েট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: কুয়েট (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণ দাবিতে ঢাকা গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে তারা পাঁচটি কারণ উল্লেখ করে ভিসির অপসারণের দাবি জানায়।

শিক্ষার্থীরা জানায় যে, ১৮ ফেব্রুয়ারি কুয়েট ছাত্রদল কর্তৃক একটি হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়। হামলায় প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী আহত হয়, অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগসহ ছয়টি দাবির পক্ষে আন্দোলন শুরু করেছে।

প্রধান দাবিগুলি ছিল:

কুয়েট ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা হলেও ছাত্ররাজনীতি অনুপ্রবেশের প্রচেষ্টায় ভিসির ভূমিকা।

১৮ ফেব্রুয়ারি ছাত্রদলের হামলায় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া।

হামলার পর দায় স্বীকার না করা, যদিও প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী আহত হয়।

হামলাকারীদের চিহ্নিত করা সত্ত্বেও, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া।

হামলার পর শিক্ষার্থীদের ছয় দফা দাবি পূরণের জন্য যথেষ্ট সময় দেওয়ার পরেও তা পূরণ না করা।

শিক্ষার্থীরা উল্লেখ করেছে যে, কুয়েট ক্যাম্পাসে এখন নিরাপত্তাহীন পরিস্থিতি বিরাজ করছে এবং তারা অনতিবিলম্বে নতুন উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে। তারা আশা করছে যে, প্রধান উপদেষ্টা তাদের দাবি দ্রুত মেনে নেবেন, যাতে তারা পুনরায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে পারে।

এছাড়া, কুয়েটের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. শরিফুল ইসলামেরও অপসারণ দাবি করেছে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে