ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

এবার এফডিসিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১৮:৪৯:২৯
এবার এফডিসিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মাসুমা রহমান তানির নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে "বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি"। তারা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে, যার মধ্যে তারা এফডিসির নতুন এমডির পদত্যাগ দাবি করেছে।

প্রতিবাদ কর্মসূচি ২৩ ফেব্রুয়ারি, রোববার এফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির উপদেষ্টা, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, "এফডিসিতে প্রশাসনিক কাজে কেউ আসতে পারেন, তবে মাসুমা রহমান তানির মতো একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।"

এছাড়া, প্রতিবাদ কর্মসূচিতে চলচ্চিত্র পরিচালক, শিল্পী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন এবং এক ঘণ্টার জন্য এফডিসি ফটকে ব্লকেড কর্মসূচি পালন করেন। তারা এমডি মাসুমা রহমান তানির পদত্যাগ দাবি করে জানান, তারা এই নিয়োগকে স্বীকৃতি দেবেন না।

উল্লেখযোগ্যভাবে, গত ১৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এফডিসির নতুন এমডি হিসেবে মাসুমা রহমান তানির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এনামুল/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে