ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ওএসডি সচিবদের জন্য দুঃসংবাদ

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১৩:৩৯:০৩
ওএসডি সচিবদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব জেলা প্রশাসক (ডিসি) ওএসডি (অফিসার্স স্টাডি ডেট) এবং বাধ্যতামূলক অবসরে গেছেন, তাদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, শুধুমাত্র তাদের বিরুদ্ধে মামলা হবে। তিনি আরো বলেন, বাকি সবার বিরুদ্ধে মামলা করা হবে না।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোখলেস উর রহমান এ কথা জানান।

তিনি বলেন, শিগগিরই শূন্য থাকা নয়টি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হবে, তবে চুক্তিভিত্তিক কেউ নিয়োগ পাবে না।

এছাড়া, তিনি উল্লেখ করেন, সরকার কখনোই কারও বিরুদ্ধেই অবিচার বা পক্ষপাতমূলক আচরণ করেনি এবং রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নিতে হবে, সেটাই গ্রহণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে মোখলেস উর রহমান জানান, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, “২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরির বয়স ২৫ বছরের নিচে, তাদের ওএসডি করা হয়েছে। আর যাদের চাকরির বয়স ২৫ বছরের ঊর্ধ্বে, তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে।”

তিনি জানান, ইতোমধ্যে ৪৩ জন জেলা প্রশাসক (ডিসি)কে ওএসডি করা হয়েছে এবং ২২ জন, যারা ডিসি ছিলেন এবং এখন সচিব হিসেবে কর্মরত, তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।

এছাড়া, দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে ওই নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

মোখলেস উর রহমান আরো বলেন, ২০২৪ সালের পাতানো নির্বাচনে যেসব কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে এবং শিগগিরই একটি বিশাল তালিকা প্রকাশ করা হবে।

এমসহ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে