ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ট্রাম্পের ডেস্কে ইলন মাস্কের ছেলের নাক খোঁচানো নিয়ে বিতর্ক

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৭:৫৫:০২
ট্রাম্পের ডেস্কে ইলন মাস্কের ছেলের নাক খোঁচানো নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ে এলন মাস্ক তার ৪ বছর বয়সী ছেলে 'X Æ A-12' নিয়ে গিয়েছিলেন। সেখানে লাইভ ভিডিওতে দেখা যায়, মাস্কের ছেলে আঙুল দিয়ে নাক খোঁচাচ্ছে এবং সেই আঙুলটিকে ওভাল অফিসের আইকনিক রেজোলিউট ডেস্কে ছোঁয়াচ্ছে। সে সময়ের ভিডিওতে দেখা যায়, মাস্কের ছেলে বেশ চঞ্চলভাবে এদিক সেদিক ঘুরে চলছিল এবং মাঝে মাঝে নাক খুঁচিয়ে সেই আঙুলটির মাধ্যমে ডেস্কে স্পর্শ করছে।

এ ঘটনা দেখে ট্রাম্প, যিনি একজন পরিচ্ছন্নতাবাদী (জার্মোফোব) ব্যক্তি, সিদ্ধান্ত নেন যে, রেজোলিউট ডেস্কটি অস্থায়ীভাবে সরিয়ে অন্য একটি ডেস্ক রাখা হবে। তিনি ট্রুথ সোশ্যাল পোস্টে জানান যে, 'রেজোলিউট ডেস্কটি হালকাভাবে সংস্কার করা হচ্ছে, এবং এক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।' ট্রাম্প বলেন, বর্তমান ডেস্কটি প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশ এবং অন্যান্য প্রেসিডেন্টদের ব্যবহৃত ডেস্ক।

রেজোলিউট ডেস্কটি ১৯৬১ সালে প্রথম মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি দ্বারা ব্যবহৃত হয়েছিল এবং পরবর্তীতে এটি অনেক প্রেসিডেন্টের ব্যবহৃত। এবারের ঘটনার পর, হোয়াইট হাউস থেকে ওই ডেস্কটির সংস্কারের কাজ শুরু করা হয়েছে।

এ ঘটনায় কিছু লোক হাস্যরসের মধ্যে বিষয়টি দেখলেও, প্রেসিডেন্ট ট্রাম্পের বিচক্ষণতা এবং পরিচ্ছন্নতার প্রতি তার আগ্রহ স্পষ্ট হয়েছে।

তপন/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে