ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২০২৫ ফেব্রুয়ারি ২২ ২০:৩৫:১১
রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংক পিএলসির খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) খুলনার সিএসএস আভা সেন্টারে এই সভাটি অনুষ্ঠিত হয়।

ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তিনি ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন বিষয়ে শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা প্রদান করেন। তিনি ব্যাংকিং কার্যক্রমের মান উন্নয়ন এবং ব্যবসায়িক লক্ষ্য পূরণে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান।

এ সময় খুলনা বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহী এবং সকল শাখা ব্যবস্থাপকরা। তারা ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি ও লক্ষ্য অর্জনে তাদের প্রতিক্রিয়া ও পরামর্শ প্রদান করেন।

এমসহ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে