ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

সাত ব্যাংকে আটকে আছে বিপিসির ১ হাজার ৭০০ কোটি টাকা

২০২৫ ফেব্রুয়ারি ২২ ২৩:৪০:১৩
সাত ব্যাংকে আটকে আছে বিপিসির ১ হাজার ৭০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সাতটি বেসরকারি ব্যাংকে গচ্ছিত প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা নগদায়ন করতে পারছে না। এর ফলে সরকারি প্রতিষ্ঠানটির উন্নয়ন প্রকল্প বিলম্বিত হচ্ছে এবং নিয়মিত কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গত আগস্ট মাসে রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের মধ্যে বড় ধরনের রদবদল ঘটেছে। এরপর গত চার মাসে বিপিসি একাধিকবার ব্যাংকগুলোতে আমানত নগদায়নের জন্য চিঠি পাঠিয়েছে। কিন্তু ব্যাংকগুলো চিঠির কোন উত্তর দেয়নি এবং চট্টগ্রাম শাখায় থাকা বিপিসির টাকা ফেরত দেয়নি।

বেসরকারি সাত ব্যাংকের মধ্যে রয়েছে—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ।

কয়েকটি ব্যাংক সংবাদ মাধ্যমকে জানিয়েছে, নগদ অর্থ সংকটের কারণে তারা বিপিসির টাকা ফেরত দিতে পারছে না। রাজনৈতিক পরিবর্তনের পর এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠিত হয় এবং তাদের বিরুদ্ধে ঋণ অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠে।

বিপিসির তথ্য অনুযায়ী, এই ব্যাংকগুলোতে তাদের মোট ১ হাজার ৬৭৭ কোটি টাকার বেশি আমানত রয়েছে, যা স্থায়ী আমানত (এফডিআর) এবং স্বল্প নোটিশের আমানত হিসেবে রাখা হয়েছে। বিপিসি এই বিনিয়োগের মাধ্যমে সুদ বা লাভ পাওয়ার আশা করলেও বর্তমানে তা পাচ্ছে না।

বিপিসির চেয়ারম্যান এমডি আমিন উল আহসান এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, 'আমরা ব্যাংকগুলোতে রাখা আমানত নগদায়নের চেষ্টা করছি। ব্যাংকগুলোতে আমাদের মোট ব্যালেন্স কয়েক হাজার কোটি টাকায় ছাড়িয়ে যেতে পারে।'

তিনি আরও বলেন, ‘অক্টোবর ও নভেম্বর মাসে ব্যাংকগুলোকে নগদায়নের জন্য চিঠি পাঠানো হয়েছে। ব্যাংক আমানত থেকে অর্জিত সুদ বা লাভের অর্থ ব্যবহার করে বিপিসি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে তহবিলের অভাবে অনেক উন্নয়ন প্রকল্পে বিলম্ব হচ্ছে।'

বিপিসির তথ্য অনুযায়ি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৭০১ কোটি ৯ লাখ টাকা, ইউনিয়ন ব্যাংকে ২০৬ কোটি ৫০ লাখ টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকে ১৯৫ কোটি ৭২ লাখ টাকা ও ইসলামী ব্যাংকে ২০৭ কোটি টাকা আমানত রয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে