ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

জুলাই আন্দোলনে ছাত্রলীগের হাতে ধর্ষণের শিকার বিশ্ববিদ্যালয় ছাত্রী

২০২৫ ফেব্রুয়ারি ২২ ২৩:১৪:৪২
জুলাই আন্দোলনে ছাত্রলীগের হাতে ধর্ষণের শিকার বিশ্ববিদ্যালয় ছাত্রী

নিজস্ব প্রতিবেদক: গত ৪ আগস্ট জুলাই আন্দোলনে ছাত্রলীগের হাতে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী অদৃতা মাহি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ‘জুলাই গণঅভ্যুত্থানে নারীদের সম্মুখ ভূমিকা’ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (পুনাব)-এর উদ্যোগে রাজধানীর শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে অদৃতা অভিযোগ করেন, 'গত ৪ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া গোল চত্বর থেকে ছাত্রলীগের ২০-২৫ জনের একটি দল তাকে তুলে নিয়ে যায়। তারপর তারা কলেজ রোডের পেছনে আজমেরি ওসমানের বাসার নিচে এক অফিসে নিয়ে গিয়ে গালিগালাজ করে।'

তিনি জানান, 'গালিগালাজের এক পর্যায়ে অফিস থেকে সবাই বেরিয়ে গেলেও দুজন সেখানে তাকে ধর্ষণ করে। যারা এই ঘটনার সাথে জড়িত তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সারজিস আলম, উমামা ফাতেমা, নুসরাত তাবাসসুম—সকলেই এই বিষয়ে জানে।'

অদৃতা আরও বলেন, 'উমামা ফাতেমাকে ঘটনাটি জানানো হলে তিনি বলেন, "অনেক খারাপ হইছে, দেখবোনে বিষয়টা।" নুসরাত তাবাসসুমকে জানালে তিনি বলেন, "আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস।”

তিনি বলেন, “এরপর তাকে একাধিকবার মেসেজ করেছি। তিনি মেসেজ সিন করে রেখে দিয়েছেন। সারজিসও হোয়াটসঅ্যাপে নক দিতে বলেছিল। তিনি দায়িত্ব নিয়েছিলেন। তবে সারজিস ভাইও কোনো কিছু করেননি।”

অদৃতা বলেন, “২০২৪ সালের ১০ নভেম্বর আমি কনসিভ করি এবং এই বিষয়টি জানাই। এরপর একজন সিনিয়র শিক্ষার্থী আমার সঙ্গে যোগাযোগ করে এবং বিষয়টি নিয়ে কথা বলেন। সারজিসও আমাকে চিকিৎসকের নম্বর দেয়, তবে পরে কোনো কার্যকর সহযোগিতা পায়নি।”

অদৃতার অভিযোগের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। আহনাফ নামে একজন বিষয়টি নিয়ে সমালোচনা করে একটি পোস্ট দেন।

এর জবাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, '‘আদৃতাকে একবার আমার সামনে এনে অভিযোগ করতে বলেন যে তাকে সাহায্য করতে চাওয়া হয় নি। আদৃতাকে সব রকম সাহায্য দিতে চাওয়া হয়েছিল, তার পরিবারের সাথে কথা বলে তার সুচিকিৎসা, নারায়ণগঞ্জের ঘটনাস্থলে তদন্ত, মামলা সব কিছুর কথা বলা হয়েছিল। ‘

নুসরাত তাবাসসুম আরও লেখেন, ‘কিন্তু সে চেয়েছিল অন্য কিছু কিন্তু তার অনুমতি ব্যতিরেকে আমি সেটা প্রকাশ করতে পারছি না। আদৃতাকে বলুন নাম নিয়ে অভিযোগ করতে, অন্যথায় তার স্টেটমেন্ট এবং আপনার বিরুদ্ধে না জেনে অভিযোগ করার নিন্দা একসাথে উপযুক্ত স্থানে পৌঁছে দেয়া হবে।’

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে